ইনকাম ট্যাক্স রিফান্ডের মেসেজ, এক নিমেষেই ব্যাংকের সব টাকা উধাও। সাবধান

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

--Advertisement--

করদাতারা সাবধান! একটা মেসেজ কিন্তু খালি করে দিতে পারে আপনার পুরো ব্যাংক অ্যাকাউন্ট।  কারণ বর্তমানে অনেক প্রতারকেরা করদাতাদের মেসেজ পাঠিয়ে মেসেজের উপর ক্লিক করার জন্য বলছেন। আপনি যদি ভুল করেও ওই মেসেজে ক্লিক করেন তাহলে আপনার পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে।

বর্তমানে ভারতবর্ষে অনেক মানুষ আছে যারা ইনকাম ট্যাক্সসের ফাইলের জন্য আইটিআর ফাইল এপ্লাই করেন। আর এই আই.টি.আর ফাইল এপ্লাই করার শেষ সময় হল ৩১ শে জুলাই, যেটা পেরিয়ে গেছে। আই.টি.আর ফাইল করার পর অনেকেই ট্যাক্স রিফান্ড পেয়ে গেছেন। আবার অনেকেই ট্যাক্স রিফান্ডের জন্য অপেক্ষা করছেন। যারা ট্যাক্স রিফান্ডের জন্য অপেক্ষা করছেন তাদের ফাইলগুলি এখনো আয়কর রিটার্ন থেকে যাচাই করা হয়নি বা যাচাই চলছে।ফাইল গুলি যাচাই করা হয়ে গেলে বাকিরা তাদের ইনকাম ট্যাক্সের রিফান্ড পেয়ে যাবেন।

ইনকাম ট্যাক্স এর নামে প্রতারণা

আর এই ইনকাম ট্যাক্সের আইটিআর ফাইলের রিফান্ডের নাম করে শুরু হল নতুন কেলেঙ্কারি। প্রতারকর করদাতাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে শুরু করে দিয়েছে জালিয়াতি। ধীরে ধীরে বহু মানুষ এই প্রতারকদের ফাঁদে পা দিয়াছেন, যার ফলে তাদের ব্যাংক একাউন্ট খালি হয়ে গেছে।

এই ইনকাম ট্যাক্সের রিফান্ডের টাকা ফেরত দেওয়ার নাম করে জনসাধারণের সর্বস্ব লুট করে নিচ্ছে এই প্রতারকেরা। প্রতারকরা তাদের টাকা নেওয়ার পদ্ধতিটা একটু পরিবর্তন করেছে। তারা করদাতাদের একাউন্ট ডিটেলস চেয়ে মেসেজ করছেন এবং সেই মেসেজের উপর যখনই জনসাধারণ ক্লিক করছে, তারপরে তাদের অ্যাকাউন্ট একদম খালি হয়ে যাচ্ছে।

জালিয়াতি থেকে সতর্ক থাকুন

এইসব ঘটনা ঘটার পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আর.বি.আই বলছেন যে ব্যাংক কখনোই কোন করদাতা বা কোন জনসাধারণকে ফোন করে বা মেসেজ করে কখনোই কোন মেসেজের ওপর ক্লিক করতে বলেন বা কোন ওটিপি চাই না। এইসব কথা ব্যাংক এবং আর.বি.আই বারবার বলা সত্ত্বেও বহু মানুষ প্রতারকদের ফাঁদে পা দিচ্ছে এবং যার ফলে তাদের ব্যাংক একাউন্ট  খালি হয়ে যাচ্ছে।

পি.আই.বি বারবার করদাতাদের এই প্রতারণাদের কথা জানিয়ে সতর্ক করছেন এবং তারা কষ্ট বলে দিয়েছেন যে এই ধরনের মেসেজগুলি আয়কর দপ্তর এইভাবে কখনোই কোন পর্দা তাদের মেসেজ পাঠায় না এই সব থেকে দূরে থাকুন এবং সতর্ক থাকুন এবং এটাও বলেছেন যে আপনারা আপনার ব্যক্তিগত তথ্য অপর কোন অপরিচিতি ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না।

--Advertisement--

মেসেজটা কি ধরনের আসছে? মেসেজটা সাধারণত ইংরেজিতে পাঠানো হচ্ছে, তাতে লেখা আছে আপনার XXX টাকা আয়কর রিফান্ডের অনুমোদন পেয়েছে। দয়া করে আপনার অ্যাকাউন্ট নম্বর XXX টি যাচাই করুন। যদি কোন ভুল থেকে থাকে তাহলে এই লিংকে গিয়ে ব্যাংক একাউন্টের ডিটেলসটি আপডেট করুন। পি.আই.বি জানিয়েছেন এই ধরনের মেসেজগুলি ভুয়ো মেসেজ। কারণ পি.আই.বি এইসব মেসেজ পাঠায় না।

এই ধরনের মেসেজ যদি আপনি পেয়ে থাকেন, তাহলে এই মেসেজগুলির লিংকে ক্লিক করবেন না, তাতে আপনার ফোনটি হ্যাক হতে পারে এবং আপনার ডিভাইসে ভাইরাস ও ঢুকতে পারে।  যার ফলে আপনার ব্যক্তিগত তথ্যগুলি অন্য কারোর হাতে চলে যেতে পারে। দয়া করে এই ধরনের মেসেজগুলি থেকে এড়িয়ে যাবেন।

Leave a Comment